ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সালাহউদ্দিন
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এর আগে সন্ধ্যায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা জানাতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চেয়ারপারসনের কার্যালয়ে যায়। এ সময় এনসিপির নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া তুলে দেন, প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। পরে তাদের মধ্যে প্রায় ২০ মিনিটি আলাপ-আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, আজকে যে গণতান্ত্রিক যাত্রা, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী যে যাত্রা- এই যাত্রায় শহীদের প্রত্যাশা অনেক। তার মধ্যে একটি হলো- আমরা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা ও লালন করি। সেটাই আজকে দৃশ্যমান। এনসিপির তরুণ বন্ধুরা আজকে প্রমাণ করলেন যে, এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে চালু থাকতে হবে যে, আমরা পরস্পর তর্ক-বিতর্ক করব এবং ভিন্নমত পোষণ করব। কিন্তু সৌহার্দ্যমূলক আলাপ-আলোচনার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা চালু থাকবে।