বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
কূটনৈতিক প্রতিবেদক
দ্রুত নির্বাচন আয়োজনে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে গত সোমবার হওয়া ফোনালাপে উভয়পক্ষ বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে একমত পোষণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ফোনালাপে উভয়পক্ষ দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) পক্ষ থেকে সংস্কার প্রক্রিয়ায় সমর্থনের বিষয়টি বলা হয়েছে। দুপক্ষের কথাবার্তা হয়েছে আন্তরিক পরিবেশে, সেখানে তারা নির্বাচনের কথা জানতে চেয়েছেন, তারা আমাদের সংস্কার কার্যক্রমে সমর্থনের কথা জানিয়েছেন এবং আমাদের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে, যথাসময়ে নির্বাচন হবে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘তাদের মধ্যকার কথোপকথনে এ ধরনের কোনো আলোচনা হয়নি।’

যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজকে ওয়াশিংটনে বৈঠক হবে। বাণিজ্য উপদেষ্টা সেখানে গেছেন। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে আছেন। কাজেই আমরা আশা করব, একটি সমাধানে আমরা দুপক্ষ পৌঁছতে পারব এবং বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না।’

এ ছাড়া ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) একটি মিশন শাখা খোলার প্রক্রিয়া নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘এখনো এটা খসড়া পর্যায়ে আছে। যখন খসড়া দেওয়া হয়, তারা একটি দিয়েছে আমরা একটি দিয়েছি। এ পর্যন্ত চারবার যাতায়াত হয়ে গেছে, তারপর সেটা আমরা মডিফাই করেছি, তারাও কিছু করেছেন, তারপর কাছাকাছি যাওয়ার পর কিছু পরিবর্তন হয়েছে। এখন খসড়া আদান-প্রদান শেষ হওয়ার পর যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফট (সম্মত খসড়া) আসবে, যেটাতে একটি শব্দও পরিবর্তন করতে হবে না, তখন আমরা সই করব। তখন আপনাদের বিস্তারিত বলতে পারব। তার আগে খসড়া পর্যায়ে আমাদের এটা নিয়ে আলাপ না করাই ভালো।’

নেপাল থেকে এমন একটি মিশন সরিয়ে নেওয়া হয়েছে, তারপরও বাংলাদেশ কেন এটি হতে দিচ্ছে—এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নেপাল থেকে বের করে দিয়েছে এমন নয় ব্যাপারটা। একটা নির্দিষ্ট সময় বন্ধ ছিল, তারপর তারা চলে গেছে। আমাদেরও সময় নির্দিষ্ট আছে। এখন পরবর্তী সরকার যদি মনে করে এটা কার্যকর হচ্ছে, তাহলে থাকবে।’

বাংলাদেশে জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়কারীর নাম প্রস্তাব করা হয়েছে। যার নাম প্রস্তাব করা হয়েছে তাকে নিয়ে অস্বস্তি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে এগ্রিমো দিতে হবে। আমরা এখনো এগ্রিমো প্রসেস করিনি। কাজেই প্রসেস হোক, তারপর এটার জবাব।’

এ সময় মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির সম্পর্কে তথ্য জানতে চাইলেও তৌহিদ হোসেন বলেন, ‘তাদের সন্ত্রাসবাদী হিসেবে আটক করা হয়েছে। আমরা মালয়েশিয়া সরকারের কাছে বিস্তারিত জানতে চেয়েছি। তারা তথ্য পাঠালে বিস্তারিত বলা সম্ভব। তবে তাদের মধ্যে বেশ কয়েকজনকে তারা ফেরত পাঠাবে। আমাদেরও চেক করতে হবে তারা এসবে যুক্ত কি না।’

বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তির জন্য এটি কতটা প্রভাব ফেলবে জানতে চাইলে তিনি বলেন, ‘যে কোনো নেগেটিভ বিষয়ই ভিসা প্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলে। তবে আমরা যদি সঠিক পদক্ষেপ নেই তাহলে এটা মিনিমাইজ করা সম্ভব।’

চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য নতুন জোট বিষয়ে পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমার কাছে এটি কখনোই সার্কের বিকল্প হিসেবে মনে হয়নি। আর এটা প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে; কিন্তু জোট কোনো অবস্থাতেই নয়। সার্ক নিজেও কোনো জোট নয়।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে না পারায় সরকারের আক্ষেপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কার কতটুকু আক্ষেপ আমি তা জানি না। আমরা তাকে (শেখ হাসিনা) ফেরত আনার জন্য চিঠি দিয়েছি, প্রয়োজনে তা ফলোআপ করা হবে।’

এ সময় ভারতের সঙ্গে অভিন্ন পানিচুক্তি প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সাথে টালবাহানার কিছু নেই। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই এর সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ। আমরা চেষ্টা করে যাব, তবে কতটুকু সাফল্য আসবে আমরা জানি না।’

মন্তব্য করুন