বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
ফাস্টনিউজ
কালী বন্দ্যোপাধ্যায়

কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা। কলকাতার কালীঘাট অঞ্চলের অধিবাসী ছিলেন তিনি। কালী বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯২০ সালের ২০ নভেম্বর। প্রথমে কালী ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের সক্রিয় সদস্য। সিনেমাজগতে তিনি কালী ব্যানার্জি নামে পরিচিত। টলিউডের স্বর্ণযুগ সত্তর-আশির দশকে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়দের পাশাপাশি আরও অনেক প্রতিভার জন্ম হয়। তিনি কালী ব্যানার্জি। তিনি বহু বছর ইন্ডাস্ট্রিতে থেকে কাজ করেন। অল্প বয়স থেকে একদম বৃদ্ধাবস্থা পর্যন্ত বাংলা সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। বলা যায় গোটা জীবনটাই উৎসর্গ করে দিয়েছিলেন টলিউডকে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকসহ খ্যাতনামা পরিচালকদের সিনেমায় যেমন অভিনয় করেন, তেমনি বাণিজ্যিক মুভি পরিচালকদের সঙ্গেও ছিলেন সাবলীল। করেছেন চিত্র প্রযোজনা। পাশাপাশি যাত্রাপালা, মঞ্চাভিনয়ে তার অভিনয় কুশলতার ছাপ আছে। তিনি দীর্ঘদিন চলচ্চিত্র ও মঞ্চ শিল্পীদের বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন। খ্যাতিলাভ করেন বরযাত্রী সিনেমায় ‘গণশা’র চরিত্রে অভিনয় করে। এরপর নীল আকাশের নিচে, অযান্ত্রিক, হাঁসুলি বাঁকের উপকথা ইত্যাদি সিনেমায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। প্রচুর বাণিজ্যিক সিনেমায় দরদি মানুষের চরিত্রে অভিনয় করে বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের প্রিয় অভিনেতা হয়ে ওঠেন। কালী বন্দ্যোপাধ্যায় ১৯৯৩ সালের ৫ জুলাই মারা যান।

মন্তব্য করুন