দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে পাবনায় তিনজন, চুয়াডাঙ্গায় পাঁচ, কক্সবাজারে দুই, মুন্সীগঞ্জে দুই এবং সাতক্ষীরা, ঝিনাইদহ ও টাঙ্গাইলে একজন করে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এবং গতকাল শুক্রবারের এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
পাবনার সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় শুক্রবার ভোরে বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনা এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি পাবনার দিকে যাচ্ছিল। পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। বাসচালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে তারা জানতে পেরেছেন।
নিহতরা হলেন সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮), সাঁথিয়া উপজেলার আতাইকুলা কালী দরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০) এবং অজ্ঞাতপরিচয় এক পুরুষ।
কক্সবাজারের চকরিয়ায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার হারবাংয়ের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মুহাম্মদ আরিফুল আমিন এ তথ্য জানিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি তেলবাহী ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালকের নাম আরিফুর রহমান (৩৫)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। এ ছাড়া আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়ায় বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা হলেন পলাশ হোসেন (৪০) ও রিয়াদ হাসান (১২)।
সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে এক মাদুর ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার দোহাকুলার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলীর (৬৫) বাড়ি আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামে।
ঝিনাইদহে পিকআপভ্যানের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা খাতুনের (৬০) বাড়ি সদর উপজেলার চুটলিয়া গ্রামে।
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই বাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেল চালক মো. মুন্না (৩০) ও আরোহী মো. মেহেদী হাসান (২৯)। তারা দুজন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরি গ্রামের স্থায়ী বাসিন্দা।
টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী যুবক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
(প্রতিবেদন পাঠিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)।
মন্তব্য করুন