দেশের জলসীমায় মৎস্যসম্পদ সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতকরণে দেশব্যাপী সাত দিনের ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে নৌপুলিশ। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও রেণু জব্দের পাশাপাশি ৩৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নৌপুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ৪ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৯৪০ মিটার অবৈধ জাল, ৬ হাজার ২৬৩ কেজি মাছ, ২০ হাজার মাছের রেণু পোনা এবং ১০ লাখ ২ হাজার চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। পাশাপাশি নদী থেকে ৩৩৬টি ঝোপঝাড়ও ধ্বংস করা হয়। অভিযানে ৯৪টি বাল্কহেডের বৈধ কাগজপত্র না থাকায় নৌ-আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে এবং একটি ড্রেজার জব্দ করা হয়েছে।
অভিযানে ৩৩৭ জন আসামি গ্রেপ্তার করা হয় এবং ৮৬টি মামলা করা হয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে ৪৪টি মৎস্য আইন লঙ্ঘন, দুটি চুরি, একটি চাঁদাবাজি, ৭টি অপমৃত্যু, ২৫টি বেপরোয়া চালনা, দুটি বালুমহাল আইন, ৩টি হত্যা, একটি ডাকাতি ও একটি বিশেষ ক্ষমতা আইনে। এ ছাড়া অভিযানে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন