এখন থেকে অটোমেটেড চালান বা এ-চালানের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে শুল্ক জমা দেওয়া যাবে। গতকাল শনিবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০২২ সাল থেকে এই পদ্ধতিতে শুল্ক-কর পরিশোধ করা হচ্ছে। এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদিন করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শুল্ক জমা দিতেন, তা সরকারি কোষাগারে জমা হতে কয়েকদিন সময় লেগে যেত। এখন থেকে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে ঘরে বসে এ-চালানের মাধ্যমে তাৎক্ষণিক শুল্ক জমা দিয়ে দ্রুত পণ্য খালাস করা যাবে। এনবিআর বলছে, আমদানি-রপ্তানির শুল্ক ব্যবস্থাপনার সফটওয়্যার ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’র সঙ্গে এ-চালান ব্যবস্থার সংযোগ স্থাপন করা হয়েছে। এতে করে আমদানি-রপ্তানিকারকরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অফলাইন অথবা অনলাইন পদ্ধতিতে সরাসরি সরকারি কোষাগারে শুল্ক জমা দিতে পারবেন। এই পদ্ধতি বাস্তবায়নে গত ১-২ জুলাই চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তা-কর্মচারী, আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের প্রশিক্ষণ দিয়েছে এনবিআর।
মন্তব্য করুন