বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
জঙ্গিবাদে সম্পৃক্ততা তদন্তে মালয়েশিয়াকে পূর্ণ সহযোগিতা করবে বাংলাদেশ

জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির বিষয়ে তদন্তে মালয়েশিয়া কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করবে বাংলাদেশ। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এদিকে, আটক ৩৬ জনের মধ্যে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকার পুলিশ। গত শুক্রবার মালয়েশিয়ার সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠালে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) তাদের হেফাজতে নেয়। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তবে ওই তিনজনের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

সম্প্রতি মালয়েশিয়া পুলিশ জানায়, চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। তারা দেশটিতে কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলা করে মালয়েশিয়ার সরকার। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আর ১৬ জন এখনো মালয়েশিয়ায় পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে সম্প্রতি দেশটির পুলিশপ্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন।

গত শুক্রবার সংবাদ সম্মেলনে খালিদ ইসমাইল বলেন, ‘যাদের সংশ্লিষ্টতা কম, তাদের দেশে ফেরত পাঠানো হবে। আর যাদের সম্পৃক্ততা বেশি, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ এ খবরের মধ্যেই তিনজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর তথ্য সামনে আসে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন, মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে তিনজন এরই মধ্যে দেশে ফেরত এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অ্যান্টি টেররিজম ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘ফেরত পাঠানো তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। এখন তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।’

এদিকে, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সপ্তাহে মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।

মন্তব্য করুন