দেশের দুই জেলার তিন সীমান্ত দিয়ে শিশুসহ আরও ২৫ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারত। গতকাল শনিবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার দুই সীমান্ত দিয়ে ১৫ জন ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করা হয়। সংশ্লিষ্ট এলাকার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে আইনি ব্যবস্থা নিয়েছে। জানা গেছে, গতকাল শনিবার ভোররাতে জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন এবং অমরখানা ইউনিয়ন নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন রতনিবাড়ী বিওপির সীমান্ত খুনিয়াপাড়া ও অমরখানা সীমান্ত এলাকায় পুশইন করা ১৫ জনকে আটক করেন বিজিবি সদস্যরা। তাদের মধ্যে পাঁচ নারী, পাঁচ পুরুষ ও পাঁচজন শিশু।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘পঞ্চগড় সদর উপজেলার দুই সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন করা ১৫ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। আমরা আইন অনুযায়ী তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করব।’
উল্লেখ্য পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের পুশইনে ১১০ জনকে আটক করে বিজিবি।
অন্যদিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নিউপাল্লাথল বিওপির সীমান্তবর্তী বাতামোড়াল নামক এলাকা থেকে ভারতের পুশইন করা ১০ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে সাত পুরুষ ও তিনজন নারী রয়েছে।
মন্তব্য করুন