বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
পাটগ্রাম থানায় হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৫

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়া অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরনবী কাজলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন- সোহেল রানা, মাসুদ রানা, রবিউল ইসলাম ও মাহফুজার রহমান বিপ্লব। তারা সবাই বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। পাথর কোয়ারির রয়্যালটির নামে গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে গত বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস সোহেল রানা ও বেলাল নামে দুজনকে একমাস করে কারাদণ্ড দেন। পরে তাদের ছিনিয়ে নিতে পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলায় পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী মামলা করে।

মন্তব্য করুন