বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
হোটেল জাকারিয়ায় হামলাকারী মনিরের অনুসারী গ্রেপ্তার

রাজধানীর হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। তার নাম মো. সালাউদ্দিন ওরফে মনির ওরফে স্যার মনির। জানা গেছে, তিনি হামলার ঘটনায় মূল অভিযুক্ত যুবদলের বহিষ্কৃত নেতা মনির হোসেনের সহযোগী।

গতকাল দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশের একটি দল। হামলার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদ বলেন, ‘অভিযুক্ত প্রধান আসামি মনির হোসেনসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে আমরা অভিযান পরিচালনা করছি। এরই মধ্যে সালাউদ্দিন ওরফে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কাল (রোববার) আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।’

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মনির হোটেল জাকারিয়ায় হামলায় সরাসরি অংশ নেন। সিসিটিভি ফুটেজ দেখে পরিচয় শনাক্তের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হামলার দায় স্বীকার করেছেন।

পুলিশ আরও জানিয়েছে, হামলার ঘটনায় ছড়িয়ে পড়া ফুটেজ ও হোটেলে কর্মরতদের তথ্য পর্যালোচনা করে প্রায় ১২ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তাদের মধ্যে এজাহারে উল্লেখ করা মনিরের চার সহযোগীও রয়েছে। তাদের হামলায় সরাসরি অংশগ্রহণের প্রাথমিক প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে মনির হামলার সময় ঘটনাস্থলে ছিলেন—এমন কোনো প্রমাণ এখনো মেলেনি। যদিও হোটেল কর্তৃপক্ষের দাবি, মনিরের নেতৃত্বেই অন্তত ৩০ জন দলবেঁধে হামলা করতে আসেন। অন্যদের পরিচয় জানার চেষ্টায় রয়েছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া হামলার শিকার দুই নারীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

গত মঙ্গলবার রাতে বনানী থানাধীন মহাখালীর হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে বনানী থানা জাতীয়তাবাদী যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। পরের দিন বুধবার হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে ভাঙচুর ও দুই নারীর ওপর হামলার ঘটনায় ৫ জনকে আসামি করে বনানী থানায় একটি মামলা হয়। এ ছাড়া ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এই হামলার ঘটনার পর গত বুধবার হোটেল কর্তৃপক্ষ একটি মামলা করেছে। এতে যুবদলের বহিষ্কৃত নেতা মনির ও তার সহযোগী লিটন, হাসান, সামু ও জহিরকে প্রধান আসামি করা হয়েছে। এর আগে এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে গতকাল রাতে মনির হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল।

মন্তব্য করুন