বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

দিনাজপুর শহরের কালীতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৩টায় শহরের কালীতলা মাহবুব রহমানের বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—রিয়াজ উদ্দিন (২০), রুবিনা আক্তার (৪৫), মলয় চন্দ্র (৩০), আমিদা রানী (৪৬), শাহজাহান কবির (৬০), শিরিন আক্তার (৪৫), স্বচ্ছ (১৩) ও মো. সজীব (২৬)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নতুন গ্যাস সিলিন্ডারের সংযোগ দেওয়ার পর থেকেই লিকেজ দেখা যায়। লিকেজ বন্ধ করার জন্য কয়েকজন চেষ্টা করার একপর্যায়ে আগুন ধরে যায়। পরে রিয়াজ উদ্দিন লিকেজ বন্ধ করার জন্য পুনরায় রান্নাঘরে প্রবেশ করে। এ সময় সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এ সময় ৮ জন অগ্নিদগ্ধ হন। তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য করুন