বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
ফেনী প্রতিনিধি
আগামী নির্বাচন জীবন-মরণের নির্বাচন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, পৃথিবীর ইতিহাস সত্য-মিথ্যার দ্বন্দ্বের ইতিহাস। এটি ঘূর্ণায়মান, কেউ চিরকাল স্থায়ী নয়। দেশে এখন সত্য প্রতিষ্ঠার সময় এসেছে। ইতিহাসের এই যুগসন্ধিক্ষণে তাই সব কিছু দিয়ে দেশকে পরিবর্তন করতে হবে। গতকাল শনিবার বিকেলে ফেনীর কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আর্দশিক রাজনীতি প্রয়োজন। পরিবর্তন করতে পারলে দেশ পরিবর্তন হবে। সবার অধিকার উন্নত, আগামী নির্বাচন জীবন-মরণের নির্বাচন। এ নিয়ে বহু চ্যালেঞ্জ রয়েছে। সেসব বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। রাষ্ট্রের মৌলিক বিষয়ে সবাইকে একমত হতে হবে। নীতিগত বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মৌলিক বিষয়ে দ্বিমত করার সুযোগ নেই।

জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপত্বিতে ও সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম ও মুহাম্মদ শাহজাহান, জেলা জামায়াতের সাবেক আমির একেএম শামসুদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুফ, মজলিসে

শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া,

ডা. ফখরুদ্দিন মানিক, মাহমুদুল হক, এসএম কামাল উদ্দিনসহ জেলা, পৌর ও উপজেলা জামায়াতের নেতারা।

মন্তব্য করুন