জনতা ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মুশফিকুর রহমান নান্নু (৫৮) নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। এরপর আর বাসায় ফেরেননি। এ ঘটনায় তার ছোট ভাই মো. জিয়াউর রহমান গতকাল শনিবার খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে বাসা থেকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন মুশফিকুর রহমান। সিসি ক্যামেরায় দেখা যায়, তিনি পাশের মসজিদে না গিয়ে রিকশায় উঠে সামনে চলে গেছেন; কিন্তু নামাজ শেষে আর বাসায় ফেরেননি। এ ছাড়া মোবাইল ফোনও সঙ্গে নিয়ে যাননি। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় জিডি করা হয়।
তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার এসআই সালাহ উদ্দিন রাসেল বলেন, ‘নামাজ পড়ার কথা থাকলেও তিনি একটি রিকশায় চেপে খিলক্ষেত বাজারের দিকে যান। আশপাশের অন্যান্য সিসিটিভি বিশ্লেষণ করে তার সর্বশেষ অবস্থান জানার চেষ্টা চলছে।’
মন্তব্য করুন