বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
নারায়ণগঞ্জ প্রতিনিধি
স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল আছে

আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় একটি কনভেনশন সেন্টারে নাগরিক সংলাপের একটি সভায় তিনি এ কথা বলেন।

ড. বদিউল আলম বলেন, নির্বাচনই একমাত্র সমাধান নয়। কারণ স্বৈরাচার বিতাড়িত হয়েছে; কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল আছে। যেই সাংবিধানিক কাঠামো, আইন-কানুন ও প্রতিষ্ঠান শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে, সেগুলো এখনো বিরাজমান। এগুলোয় পরিবর্তন না আনা হলে আবারও স্বৈরাচারের পুনরাবৃত্তি হবে।

নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বলছিনা নির্বাচনের প্রয়োজন নেই। নির্বাচন অবশ্যই হতে হবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন আছে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু নির্বাচনের পাশাপাশি কতগুলো সংস্কার দরকার আছে।

সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের কতগুলো মৌলিক সংস্কার দরকার, তা না হলে আমাদের পণ্ডশ্রম হবে। এর মধ্যে প্রধান হলো প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে। যাতে করে প্রধানমন্ত্রী মোগল সম্রাটের মত ক্ষমতাধর না হয়। এ ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচার আমাদের ঘাড়ের ওপর বসেছে। প্রধানমন্ত্রী সংসদের নেতা, আবার তিনি দলেরও নেতা।

এ সময় উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, জমির উদ্দিন সরকার, রফিউর রাব্বি ও সুজন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল প্রমুখ।

মন্তব্য করুন