অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে গিয়ে মৃত হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রিপাবলিক পার্টির (বিআরপি) সভাপতি মেজর (অব.) মেহেদী হাসান। গতকাল বিকেলে জুলাই গণহত্যার বিচারকার্য স্থবিরতার প্রতিবাদে শাহবাগে আয়োজিত প্রতীকী কফিন মিছিল ও সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দেন বিআরপির নেতাকর্মীরা। দ্রুত জুলাই সনদ ঘোষণা ও জুলাই গণহত্যাকারীদের বিচার দাবি করে দলটি।
বিআরপির সভাপতি মেহেদী হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হয়ে গেছে; কিন্তু এখন পর্যন্ত এর কোনো দৃশ্যমান বিচার হয়নি। আমার ভাইয়েরা কবরে শুয়ে আছে, অথচ খুনিরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে।
দলটির সাধারণ সম্পাদক মেজর (অব.) রাজিবুল হাসান বলেন, যে শহীদদের রক্তের ওপর এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা সে শহীদদের রক্তের কোনো দাম দিচ্ছেন না। খুনিদের বিচার নিশ্চিতে তাদের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দলটির সিনিয়র সহসভাপতি সাঈদ আলী সিকদার, সহসভাপতি ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ইমরান, অ্যাডভোকেট নাসিম উদ্দিন মোহাম্মদ বায়েজিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনূস।
মন্তব্য করুন