বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
যেনতেন নির্বাচন আর হতে দেওয়া হবে না

ফ্যাসিস্ট আমলের মতো যেনতেন কোনো নির্বাচন এ দেশে আর হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল শনিবার বিকেলে ফেনী জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমাদের সন্তানদের রক্তের সঙ্গে বেইমানি করতে দেওয়া হবে না। তাদের রক্তের মূল্য দেওয়া হবে। দেশে আর কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেওয়া হবে না। ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।

এ জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডা. শফিকুর বলেন, যার যার জায়গায় থেকে এগিয়ে আসতে হবে। ভালো মানুষের হাতে দেশের ক্ষমতা আসুক, আমরা তা চাই। আমরা ক্ষমতায় আসতে চাই না। আমরা ইনসাফের বাংলাদেশ চাই। মানবিক বাংলাদেশ চাই। দেশে সব অপসংস্কৃতির মৃত্যু চাই। বিগত সরকার প্রচুর অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। উন্নয়নের বাঁশ বের হয়ে গিয়েছিল। তা আবার ফিরে আসুক—আমরা তা হতে দিতে পারি না।

জামায়াত আমির আরও বলেন, এখনো রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রতিষ্ঠিত হয়নি। মৌলিক সংস্কার করে নির্বাচন দিতে হবে। এ জন্য সব দলকে ঐক্যে আসতে হবে। অতীত জঞ্জাল পরিষ্কার না করে নির্বাচন দিলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে।

জেলা জামায়াতের আমির আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় সমাবশে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মোহাম্মদ মাছুম, জামায়াতের সাবেক আমির একেএম শামসুদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুফ প্রমুখ।

এর আগে গতকাল সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে। মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকে রাখতে পারবে না। আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই, ইনশাআল্লাহ।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। আমরা ২০১৪, ২০১৮ ও ২০২৪ মার্কা নির্বাচন চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না।

পরে যাত্রাপথে জামায়াতের কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, আলেখারচর বিশ্বরোড ও চৌদ্দগ্রামে পথসভায় বক্তব্য দেন। এসব পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা-৮ বরুড়া আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মু. সফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।

মন্তব্য করুন