বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

জামিনের ২ মাস পর আবারও গ্রেপ্তার সন্ত্রাসী ‘টুন্ডা বাবু’

কালবেলা প্রতিবেদক
গ্রেপ্তারকৃত ‘টুন্ডা বাবু’। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী গোষ্ঠী ‘কবজিকাটা গ্রুপ’-এর প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) আবারও গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-২-এর পরিচালক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার।

তিনি জানান, বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ত্রাস সৃষ্টি করেন টুন্ডা বাবু। দিনে দিনে গড়ে তোলেন বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ। ছিলেন মোহাম্মদপুরের ‘কবজিকাটা গ্রুপে’র অন্যতম প্রধান সহযোগী। চুরি, ছিনতাই, হত্যা, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গত ২৮ ফেব্রুয়ারি তাকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। তবে দুই মাস কারাগারে থাকার পর জামিনে বের হন টুন্ডা বাবু। এরপর আগের তুলনায় দ্বিগুণ শক্তিতে শুরু করেন সন্ত্রাসী কার্যক্রম।

পরে ২ জুলাই নড়াইলে র‍্যাব-২ ও ৬-এর যৌথ অভিযানে টুন্ডা বাবুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় র‍্যাব-২-এর অভিযানে মাদক কারবারি ও সন্ত্রাসী ভূঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম, কবজিকাটা গ্রুপের প্রধান মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারকে তাদের সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন