বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

‘কোমর ভাঙা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না’

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জে বক্তব্য দেন ফারুক হাসান। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান বলেছেন, কোমর ভাঙা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না। সংসদে হিম্মত নিয়ে কথা বলার মতো নেতা আমাদের নেই। তাই আমরা উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আমাদের নেতারা অধিকার আদায়ে ও কথা বলার ক্ষেত্রে মেরুদণ্ডহীন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে গণঅধিকার পরিষদের আয়োজনে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ফারুক হাসান বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাজেটের ৫১ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে চট্টগ্রামে। বাকি ৪৯ শতাংশ সারা দেশের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সব শেষ হতে হতে ঠাকুরগাঁওয়ের ঝুলিতে কিছু থাকবে না। আমরা এ অঞ্চলের মানুষ অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। আমরা কি তাহলে কিয়ামত পর্যন্ত অবহেলিত থাকব। আমাদের কেন উন্নয়ন হয় না এটা আমাদের বুঝতে হবে। সে জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনাদের আরও সচেতন হতে হবে।

তিনি বলেন, এমপি মন্ত্রী ও নেতাদের সামান্য সর্দি কাশি হলেই চিকিৎসার জন্য চলে যান সিঙ্গাপুর-কানাডায়। আমাদের কথা তারা ভাবেন না। ক্ষমতা পাওয়ার পরেই তারা পরিবর্তন হয়ে যান। যার দরুণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে কোনো সুচিকিৎসা হয় না। রোগীদের বেডে কুকুর বিড়াল দৌড়াদৌড়ি করে।

এ সময় গণঅধিকার পরিষদের পৌর সভাপতি আলমগীর কবির জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আধ্যাপক আব্দুস সোবহান, সিনিয়র সহসভাপতি আব্দুল গফফার, আশা মনি, পীরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সহসভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে পৌর শহরের পশ্চিম চৌরাস্তা বটতলা এলাকায় পথসভা করেন এবং তার দলের ঠাকুরগাঁও-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আধ্যাপক আব্দুস সোবহানের নির্বাচনী প্রচার চালান তিনি।

মন্তব্য করুন