বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

৬ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক। ছবি : সংগৃহীত

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (০৪ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উথলী রেলস্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় কালবেলাকে বলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি রেলওয়ে স্টেশনের ২০০ গজ দূরে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের গার্ডব্রেক বগিটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। ৩ ঘণ্টা চেষ্টার পর উদ্ধারকাজ শেষ হয়। ফলে রাত ১১টা থেকে থেকেই সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এরপর খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ১৫ মিনিটে দিকে উথলী রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ফলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

এর আগে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস কালিগঞ্জ রেলওয়ে স্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আস খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আটকা পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনে থাকা শত শত যাত্রী।

মন্তব্য করুন