বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

কয়রা (খুলনা) প্রতিনিধি
মানববন্ধনে কয়রা উপজেলার সাংবাদিকরা। ছবি : কালবেলা

খুলনায় কয়রা উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী ও সদস্য মল্লিক আব্দুর রউফের নামে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) কয়রা উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মো. গোলাম রব্বানী দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি ও মল্লিক আব্দুর রউফ দৈনিক জনবাণী পত্রিকার কয়রা প্রতিনিধি।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুর রউফ, শেখ কওছার আলম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, শহিদুল্যাহ শাহিন, শেখ জাহাঙ্গীর কবির টুলু, গাজী আব্দুস সালাম, আবুল বাসার, মো. ফরহাদ হোসেন, হাবিবুল্যাহ হাবিব, মিজানুর রহমান লিটন, আরিফুর রহমান আরিফ, শিক্ষক জিয়াউর রহমান ঝন্টু, ডিএম জাহিদুল ইসলাম, মো. ফারুক আজম ও শিক্ষক দীপক কুমার মিস্ত্রি।

মন্তব্য করুন