বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে : সালাহউদ্দিন

কালবেলা ডেস্ক
সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, যেকোনো মূল্যে সেই ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৫ জুলাই) বিকালে ঢাকার কেরানীগঞ্জে এক সমাবেশে এই আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী দিনে যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, বিনির্মাণ করার আমাদের শপথ আছে, শহীদের রক্তের শপথ আছে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার শপথ আছে, সারা দেশের মানুষের প্রত্যাশা আছে, সেই বাংলাদেশে ইনশাআল্লাহ নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; যিনি আমাদের সবার নেতা, বাংলাদেশের নেতা, বাংলাদেশের গণতন্ত্রের রক্ষাকবজ।

তিনি আরও বলেন, তিনি (তারেক রহমান) এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পাহারাদার হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে এবং সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে এমন একটি উন্নত-সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন, সেই রাষ্ট্র গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঐক্যই শক্তি উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্য আমরা সমুন্নত রাখব। আসুন, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করি, ঐক্যকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের ‘সবার আগে বাংলাদেশ নীতি’ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

স্থায়ী কমিটির সদস্য বলেন, সেই বাংলাদেশের প্রত্যাশায় আমরা সবাইকে, পুরো জাতিকে, গণতান্ত্রিক শক্তিকে, গণতান্ত্রিক-রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাব। আমাদের মধ্যে যেন কোনো বিভক্তি না আসে। গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভেদ সৃষ্টির কোনো প্রচেষ্টা যেন সফল না হয়।

কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ উপজেলা বিএনপির উদ্যোগে ‘যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচন’-এর দাবিতে এই সমাবেশ হয়। কেরানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশে অংশ নেন।

সভাপতির বক্তব্যে কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী বলেন, জনগণ সুষ্ঠু নির্বাচন চায়, ভোট চায়। এই নির্বাচন আর দাবি নয়, এটা এখন আমাদের আদায় করে নিতে হবে। এটা নিয়ে গড়িমসি মেনে নেওয়া হবে না।

কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ কেরানীগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা আগামী নির্বাচনে ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।

মন্তব্য করুন