বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

পবিত্র আশুরা ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয় : বিএনপি নেতা

কালবেলা প্রতিবেদক
অনুষ্ঠানে মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু পবিত্র আশুরার গুরুত্ব তুলে ধরে বলেছেন, কারবালার এই শোকাবহ দিন মুসলিম উম্মাহর আত্মত্যাগ, ন্যায়ের পথে অবিচল থাকার অমর শিক্ষা বহন করে। বর্তমান সময়ে হজরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

পবিত্র আশুরা উপলক্ষে রোববার (৬ জুলাই) মুন্সীগঞ্জের শ্রীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীনগর উপজেলার দামলা গ্রামে শ্রীনগর ও সিরাজদীখান উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন দামলা জামে মসজিদের ইমমা মাওলানা আশ্রাফ হোসেন। বক্তব্য দেন মোস্তফাগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল শায়েখ আব্দুল গাফফার, আলকোরানি জামে মশজিদে ইমাম মুফতি নাছির উদ্দীন, পঞ্চগ্রাম হেরার আলো মাদ্রাসার মুহতামিম মুফতি খান জাহান হাওলাদারসহ উলামায়ে-মাশায়েখগণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের কল্যাণ এবং কারবালার শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া উপস্থিত উলামা-মাশায়েখদের উপহারসামগ্রী প্রদান করা হয়।

মন্তব্য করুন