বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
ফোকাস ডেস্ক
একক যুদ্ধবিরতি ইথিওপিয়ার

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ২০১৮ সালে আবি আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। এরপর থেকেই দেশটির রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন আসতে শুরু করে। প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সঙ্গে দুই দশকের সংঘাতের অবসান ঘটানোয় শান্তিতে নোবেলও পান তিনি। কিন্তু নিজ দেশের স্বাধীনতাকামী অঞ্চল টাইগ্রেতে শান্তি প্রতিষ্ঠায় তিনি বরাবরই ব্যর্থ হয়েছেন। উলটো রাজনৈতিক সংস্কারের নামে টাইগ্রেয়ানদের কোণঠাসা করার বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর প্রভাবেই টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরোধ চরম আকার ধারণ করে গত বছরের নভেম্বরে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ।

প্রায় আট মাস টাইগ্রেয়ান নেতৃত্ব দমনে সেনাবাহিনী পাঠান আবি আহমেদ। পরবর্তী সময়ে ২০ জুন এককভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে ইথিওপিয়া সরকার। এরপর শুরু হয় শান্তি আলোচনার উদ্যোগ। কিন্তু রাজনৈতিক উত্তেজনার জেরে বেশ কয়েকবার শান্তি আলোচনা ভেস্তে যায়। এরই মধ্যে টাইগ্রেতে সীমিত আকারে পণ্য সরবরাহের অনুমতি দেয় সরকার। এর জেরে টিপিএলএফ সরকারকে প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে অভিযুক্ত করে। তবে সরকার কোন ধরনের আলোচনা হয়েছে বলে স্বীকার করেনি। বিশেষত মেলেকে এলাকায় প্রায়ই দুই পক্ষের গুলিবিনিময়ের অভিযোগ পাওয়া যায়।

মন্তব্য করুন