বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
শাহীনের অপসারণে ক্ষোভ

জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরার কট্টর সমালোচনা করা সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীনকে জাতীয় দলের কমিটি থেকে অপসারণ করা হয়েছে। এ ঘটনায় চলছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে চটেছেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের কর্মকর্তারা। এ সিদ্ধান্তকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অভ্যন্তরে নব্য ফ্যাসিবাদ গজিয়ে ওঠার প্রথম পদক্ষেপ—বলছে সমর্থকদের এ জোট।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশের লক্ষ-কোটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হওয়া কথাটি উপস্থাপন করেছিলেন সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্যর্থ হেড কোচ হাভিয়ের ক্যাবরেরার অপসারণ চেয়েছিলেন তিনি। বাফুফে কার্যনির্বাহী কমিটি তাকে এ বিষয়ে শোকজ করেনি। কিন্তু জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে।’

আরও উল্লেখ করা হয়েছে, ‘মত প্রকাশের স্বাধীনতাকে যারা খর্ব করে, যারা ফ্যাসিবাদের মতো আচরণ করে বাফুফের মতো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করছে; তাদের এহেন সিদ্ধান্তের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। হাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চাওয়ায় এটা বাফুফের অভ্যন্তরে নব্য ফ্যাসিবাদ গজিয়ে ওঠার প্রথম পদক্ষেপ হিসেবেই চিহ্নিত করতে চাই। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এ সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

মন্তব্য করুন