বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
ম্যাচেই উৎসব করল বাংলাদেশ
ঋতুপর্ণা চাকমারা কথা দিয়েছিলেন—শেষ ম্যাচের পর উৎসব উদযাপন করবেন। কিন্তু এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেই উৎসব শুরু করে দিল লাল-সবুজরা। ওটা ছিল গোল উৎস। তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে বাছাই পরীক্ষা শেষ করল পিটার বাটলারের দল। এক ম্যাচ হাতে রেখে এশিয়ান কাপ খেলার ছাড়পত্র পেয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচ ছিল আনুষ্ঠানিকতার। ম্যাচের গুরুত্ব না থাকলেও শক্তিশালী একাদশ নিয়েই শুরু করে বাংলাদেশ। গ্রুপের টানা তিন ম্যাচেই একই একাদশ খেলালেন ইংলিশ কোচ পিটার বাটলার। এ ম্যাচের ৪১ মিনিটে ৭-০ গোলের লিড নেওয়ার পর বেশ কয়েকটি পরিবর্তন আনেন এ কোচ। বেঞ্চের একাধিক খেলোয়াড়কে মাঠে পাঠান ৫৮ বছর বয়সী কোচ। ফিফা র্যাঙ্কিয়ের মানদণ্ডে বাহরাইন ও মিয়ানমার বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল। সে অগ্রগামিতা অবশ্য মাঠে প্রমাণ করতে পারেনি দেশ দুটি। বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়া বাংলাদেশ পরের ম্যাচে মিয়ানমারকে হারায় ২-১ ব্যবধানে। টানা দুই জয়ের পর সমীকরণের মারপ্যাঁচে আটকে ছিল মূল পর্বের টিকিট। বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচ ড্র হওয়ায় সমীকরণের জটিলতা দূর হয়, মূল পর্বের টিকিট পায় বাংলাদেশ। গতকাল র‌্যাঙ্কিয়ের মানদণ্ডে ফেভারিট হিসেবে ম্যাচ শুরু করেছিল বাংলাদেশ। সে অগ্রগামিতা অনুদিত হয়েছে কিক-অফের পর থেকেই। শুরুতেই প্রতিপক্ষ দলকে চেপে ধরে টানা দুটি সাফ জয়ীরা। বাংলাদেশের আক্রমণে কোণঠাসা হয়ে থাকা তুর্কমেনিস্তান রক্ষণেই ব্যতিব্যস্ত ছিল। এসময় অলস সময় কাটান বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমা। লাল-সবুজ রক্ষণকে গোটা প্রথমার্ধে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি প্রতিপক্ষ দল। ম্যাচের চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করে গোলের খাতা খোলেন বাংলাদেশের মিডফিল্ডার স্বপ্ন রানী (১-০)। গোলের উৎস ছিল ফরোয়ার্ড তহুরা খাতুনের ব্যাক-পাস। ষষ্ঠ মিনিটে বক্সের মধ্যে থেকে আরেক মিডফিল্ডার মনিকা চাকমা বাইরে না মারলে ব্যবধান দ্বিগুণ হতে পারত। খুব বেশি সময় অবশ্য অপেক্ষা করতে হয়নি। সেই মনিকা চাকমার ক্রসে সেন্টারব্যাক আফিদা খন্দকারের হেড গোলরক্ষক আমান বেরদিয়েভা আয়শা ফেরানোর পর পোস্টের কাছ থেকে লক্ষ্যভেদ করেন শামসুন্নাহার জুনিয়র (২-০)। দুই শামসুন্নাহারের প্রচেষ্টায় ১৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে বাংলাদেশ। বাঁদিক থেকে সিনিয়র শামসুন্নাহারের বাঁপায়ের ক্রস ছোট বক্সের মধ্যে থেকে জালে পাঠান জুনিয়র শামসুন্নাহার। ১৭তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন মনিকা চাকমা। দ্রুতই পঞ্চম গোল পায় বাংলাদেশ। ১৮তম মিনিটে বক্সের বাইরে থেকে ঋতুপর্ণা চাকমার নিরীহ শট প্রতিহত করতে পারেননি তুর্কমেনিস্তান গোলরক্ষক আমান বেরদিয়েভা আয়শা, বল হাতে লেগে জালে যায় (৫-০)। ২১তম মিনিটে বাংলাদেশের ষষ্ঠ গোল করেছেন তহুরা খাতুন। ঋতুপর্ণা চাকমার ক্রসে ভলিতে বল জালে পাঠান এ ফরোয়ার্ড (৬-০)। ৪১তম মিনিটে মনিকা চাকমার কর্নারে বক্সের বাইরে থেকে বাঁপায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা চাকমা। আসরে এটি ছিল বাংলাদেশি উইঙ্গারের পঞ্চম গোল।
আত্মবিশ্বাস থেকেই মিলল জয়
গিলের সেঞ্চুরিতে রানের পাহাড়
অঘটনের উইম্বলডন থেকে বিদায় ওসাকার
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি
৫ ক্লাবকে উয়েফার অর্থদণ্ড
হকির দুই বিভাগেই জিতল বাংলাদেশ
পরের বছরের সেপ্টেম্বরে আসবে ভারত
তাসকিনকে ঘিরে ভিন্ন পরিকল্পনা