বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
আলাপন / অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি
অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা। অভিনয়ে প্রাথমিক শিক্ষা নেওয়ার জন্য বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে দ্য ফ্রিম্যান স্টুডিওতে নিচ্ছেন প্রশিক্ষণ। এরই মধ্যে নিউইয়র্কে নির্মাতা অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে তাকে। সেখান থেকেই কাজ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন পারসা ইভানা। লিখেছেন- মহিউদ্দীন মাহি নিউ ইয়র্কের রাস্তায় পারসা ইভানা। ছবি : সংগৃহীত ক্যারিয়ারের এ পর্যায়ে এসে কেন মনে হলো অভিনয়ে শিক্ষা নেওয়া জরুরি? প্রাতিষ্ঠানিকভাবে কখনো অভিনয় শেখা হয়নি। ছোটবেলায় নাচ শিখেছি। এরপর বড় হয়ে যখন মিডিয়ায় কাজ শুরু করলাম, তখন অভিনয় শেখার ইচ্ছা জাগে। যেহেতু আমার মা যুক্তরাষ্ট্রে থাকেন, সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিলাম দ্য ফ্রিম্যান স্টুডিওতে অডিশন দেব। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্কট আমার অডিশন নেন এবং প্রশিক্ষণের সুযোগ পাই। আমি মনে করি, প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি। আন্তর্জাতিক অঙ্গনে অভিনয়ের পরিকল্পনা আছে? অবশ্যই আছে। আমার মনে হয়, প্রত্যেক শিল্পীরই আন্তর্জাতিক পরিসরে কাজ করার পরিকল্পনা থাকা উচিত। একজন শিল্পীর জন্য কাজের কোনো সীমানা থাকা উচিত নয়। সে যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারে। এর জন্য নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে হয়। যদি কখনো আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ পাই, অবশ্যই করব।
জেমসের সঙ্গে এক মঞ্চে দুই ভাই
ওটিটিতে ‘জ্বীন ৩’
তারাবেলায় আজকের অতিথি রোজী সিদ্দিকী
দর্শক মজা পাবেন: তানজিকা
প্রশংসিত মেট্রো ইন দিনো
রাজশাহীতে ওয়ারফেজ
ঈশালের স্বপ্ন