দীর্ঘদিন ধরেই খবরের শিরোনামে অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো ইন দিনো’ ছবিটি। এই ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনুরাগ বসু বরাবরই তার ছবিতে গল্পের এমন জাল বুনেন, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। এবারেও তার অন্যথা হয়নি।
শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মেট্রো ইন দিনো’। সিনেমাটি সমালোচকদের কাছ থেকে দুর্দান্ত রিভিউ পেয়েছে। এরই মাঝে ছবির প্রথম দিনের বক্স অফিস রিপোর্ট সামনে এসেছে, যা বেশ চমকপ্রদ।
স্যাচনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘মেট্রো ইন দিনো’ প্রথম দিনে ৩.৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে। তবে এত পজিটিভ রিভিউ ও দর্শকমুখে ছড়িয়ে পড়া প্রশংসার কারণে, সিনেমাটির সংগ্রহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
‘মেট্রো ইন দিনো’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেনশর্মা, অনুপম খের এবং নীনা গুপ্তা। সিনেমায় যেভাবে সম্পর্কগুলো দেখানো হয়েছে, তা সত্যিই দুর্দান্ত। চার বয়সের জুটির গল্প তুলে ধরা হয়েছে ‘মেট্রো ইন দিনো’তে। এক চরিত্র তার স্ত্রীর মধ্যে প্রেম খুঁজে পায়, আরেকজন তার পুরোনো প্রেমের কাছে ফিরে যায়। অন্যদিকে তৃতীয় জুটি জীবন ও আবেগের মধ্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে চলেছে। নানান বয়সের মিষ্টি রসায়নই ফুটে উঠেছে অনুরাগ বসুর দক্ষ পরিচালনায়।
মন্তব্য করুন