বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি

ফিফা ক্লাব বিশ্বকাপ যত শেষের পথে এগিয়ে যাচ্ছে ততই ইউরোপের ক্লাবগুলো তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করছে। ব্রাজিলের ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে চেলসি। আগামী মঙ্গলবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেমিফাইনালে ইউরোপের নীল ব্রিগেড খেলবে ফ্লুমিনেন্সের বিপক্ষে। শুক্রবার রাতে ব্রাজিলের ক্লাবটি ২-১ গোলে হারিয়েছে আল-হিলালকে।

ফিফা ক্লাব বিশ্বকাপে শুক্রবার ব্রাজিলের একটি ক্লাব জিতলেও অন্যটি হেরেছে। টুর্নামেন্টের নকআউট পর্বে উঠেছিল ব্রাজিলের চারটি ক্লাব। এখন মাত্র একটি ক্লাব টিকে রইল। ২০২২ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হেরেছিল পালমেইরাস। কোয়ার্টার ফাইনালেই তারা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কাছে হেরেছে। ৮২ মিনিট পর্যন্ত সমতা ধরে রেখে আশা জাগাচ্ছিল পালমেইরাস। কিন্তু ৮৩ মিনিটে অগাস্টিন গিয়ার আত্মঘাতী গোলে তারা পরাজিত হয়। ১৬ মিনিটে কোল পামারের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। বিরতির পর ৫৩ মিনিটে পালমেইরাসের হয়ে সমতা ফেরান ব্রাজিলীয় স্ট্রাইকার এস্তেভাও। আগামী মৌসুমে তিনি চেলসির হয়ে খেলবেন। তার আগে ক্লাবকে নিজের দক্ষতার প্রমাণ দিলেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এস্তেভাও বলেন, ‘একটি গোল করে দলকে সহায়তা করতে পারায় আমি খুশি। তবে ম্যাচটি আমরা হেরে গেছি। দুর্ভাগ্যজনকভাবে, এই ফল আমাদের প্রত্যাশিত ছিল না। যদিও ফুটবল এমনই। আমরা নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছি, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ পালমেইরাসের কোচ আবেল ফেহেইরার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘কোচ, সবকিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনিই আমাকে ট্যাকটিক্যালি খেলতে শিখিয়েছেন এবং এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। পালমেইরাস আমার জন্য দুয়ার খুলে দিয়েছিল এবং সেখানে খুবই খুশি ছিলাম আমি। আমি ও আমার পরিবার এই ক্লাবের প্রতি কৃতজ্ঞ, কোচ আবেলের প্রতি ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞ, আমার জন্য যা করেছেন তারা। পালমেইরাসকে আমি হৃদয়ে ধারণ করব আজীবন।’ চেলসির কোচ এন্টসো মারেস্কা প্রশংসা করেছেন এস্তেভাওয়ের, ‘খুবই খুশি যে আমরা ম্যাচটি জিতেছি, পাশাপাশি আরও খুশি যে, সে দুর্দান্ত একটি গোল করেছে। আমাদের জন্য আদর্শ একটি রাত এটি। প্রত্যাশিতভাবেই কঠিন এক ম্যাচ ছিল। দ্বিতীয়ার্ধের তুলনায় প্রথমার্ধে আমরা একটু ভালো ছিলাম। খেলা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি তখন। তবে ওরা গোলটি করার পর ম্যাচের চিত্র বদলে যায়। শেষ পর্যন্ত আমরা গোল পেয়েছি এবং আমার মতে, জয় আমাদেরই প্রাপ্য ছিল।’ শুক্রবার ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। সৌদি আরবের আল-হিলালকে হারিয়েছে তারা। ম্যাচের ৪০ মিনিটে ম্যাথিয়াস মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। ম্যাচের ৫১ মিনিটে আল-হিলালের হয়ে সমতা ফেরান মার্কোস লিয়োনার্দো। ৭০ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করে ফ্লুমিনেন্সের জয় নিশ্চিত করেন হারকুলেস।

মন্তব্য করুন