বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
অঘটনের উইম্বলডন থেকে বিদায় ওসাকার

এবারের উইম্বলডনের প্রথম চার দিনে মোট ৩৬ জন বাছাই খেলোয়াড় বিদায় নেওয়ার পরই অল ইংল্যান্ড ঘাসের কোর্টের টুর্নামেন্টকে ডাকা হচ্ছে অঘটনের উইম্বলডন নামে। গতবারের নারী এককের রানারআপ হেরে গিয়েছেন বৃহস্পতিবার। শুক্রবার বিদায় নিয়েছেন নারী এককের ষষ্ঠ বাছাই ম্যাডিসন কিজ ও নোয়ামি ওসাকাও। তবে প্রি-কোয়ার্টারে উঠেছেন পঞ্চম বাছাই টেলর ফ্রিৎজ। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন কিজ। এবার উইম্বলডন থেকে বিদায় নিলেন। জার্মানির লরা সিগমুন্ডের কাছে হেরেছেন তিনি ৩-৬, ৩-৬ গেমে। কিজ ৩১টি আনফোর্সড এরর করেন। সেই তুলনায় ৩৭ বছরের সিগমুন্ড প্রত্যাশার চেয়ে ভালো খেলেছেন। ম্যাচের পর তিনি বলেন, ‘আমি এখন নিজের আনন্দের জন্য খেলি। কারও কাছে আর কিছু প্রমাণ করার নেই। কেন আমি টেনিস খেলছি, সেটা রোজ নিজেকে বোঝানোর একটা তাগিদ থাকে। নিজের জন্য খেলি বলেই কোনো চাপ থাকে না।’ অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জয়ী ওসাকা ৬-৩, ৪-৬, ৪-৬ গেমে হেরেছেন আনাস্তাসিয়া পাভলুচেঙ্কোভার কাছে। ম্যাচের পর বলেন, ‘আজ খুব হতাশ লাগছে। নিজের সম্পর্কে একটাও ভালো কথা বলতে পারছি না।’

মন্তব্য করুন