বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
হকির দুই বিভাগেই জিতল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। নারী বিভাগের ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজরা। এ জয় দিয়ে জাপানের কাছে বড় হারের ধাক্কা কাটিয়ে উঠল লাল-সবুজরা।

চীনের দাঝুতে অনুষ্ঠিত হচ্ছে বয়সভিত্তিক এ প্রতিযোগিতার দুই বিভাগের খেলা। ছেলেদের বিভাগে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে গোল উৎসবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ আব্দুল্লাহ। হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন তিনি। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ইসমাইল হোসেনও। জোড়া গোল করেছেন দ্বীন ইসলাম ও সাজেদুল ইসলাম। বাকি দুটি গোল এসেছে বিশাল আহমেদ ও মোহাম্মদ মেহদির স্টিক থেকে।

‘বি’ গ্রুপে এ নিয়ে টানা দুই জয় তুলে নিল বাংলাদেশ। হংকংকে ৩-০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল লাল-সবুজরা। সে ম্যাচে জোড়া গোল করেছিলেন দ্বীন ইসলাম, আরেক গোল করেন অমিত হাসান। আজ নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক চীনের মোকাবিলা করবে বাংলাদেশ। নারী বিভাগের ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। পরের তিন কোয়ার্টারে একটি করে গোল করেছে বাংলাদেশ। ম্যাচে লাল-সবুজদের হয়ে প্রথম গোল করেছেন আইরিন রিয়া। বাকি দুই গোল করেছেন কনা আক্তার। জাপানের কাছে ১১-০ গোলের হার দিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। আগামীকাল গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। নারী বিভাগে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে।

মন্তব্য করুন