এজবাস্টনে প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। গতকালও সেঞ্চুরি করেছেন তিনি। অধিনায়কের অনন্য কীর্তির ওপর ভর করে ইংল্যান্ডের জন্য ৬০৮ রানের পাহাড় সমান টার্গেট দিয়েছে ভারত। প্রথম ইনিংসে তারা ১৮০ রানের লিড নিয়েছিল। দ্বিতীয় ইনিংসে লিড আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে শুভমান গিলরা দ্রুত রান তোলেন। শেষ পর্যন্ত ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৬০৮ রানের টার্গেট দেয় ভারত। জবাব দিতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেটে ৭২ রান করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ভারত ৬ উইকেটে ৪২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬৯ রান করেছিলেন গিল। গতকাল দ্বিতীয় ইনিংসে করলেন ১৬১ রান। রবীন্দ্র জাদেজা করেন অপরাজিত ৬৯ রান। দ্রুত রান করার চেষ্টা করছিলেন পন্ত। একটা বড় শট খেলতে গিয়ে তার হাত থেকে ব্যাট ছিটকে যায়। ফলে ঠিকমতো ব্যাটে-বলে হয়নি। ৬৫ রানের মাথায় ক্যাচ আউট হন তিনি। ২৩৬ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ে। ইংল্যান্ডের বিপক্ষে লিডস টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন পন্ত। এজবাস্টনে প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে নজির গড়েন তিনি। ভেঙেছেন বেন স্টোকসের ছক্কার রেকর্ড। টেস্টে কোনো একটি দেশের বিপক্ষে সেই দেশের মাঠে সর্বাধিক ছয় মারার রেকর্ড গড়েন পন্ত। ইংল্যান্ডে ২৩টি ছয় মেরেছেন তিনি। স্টোকস দক্ষিণ আফ্রিকার মাটিতে ২১টি ছয় মেরেছিলেন। ভারতের মাটিতে ১৯টি ছয় রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেনের। ভিভ রিচার্ডস ইংল্যান্ডে ১৬টি ছয় মেরেছিলেন। হ্যারি ব্রুক নিউজিল্যান্ডে গিয়ে ১৬টি ছয় মেরেছিলেন। এজবাস্টন টেস্টের আগে পন্তের প্রশংসা করে স্টোকস বলেছিলেন, ‘ঋষভ আমার প্রতিপক্ষ হলেও ওর ব্যাটিং খুবই পছন্দ করি। যে কোনো ফরম্যাটেই অসাধারণ ক্রিকেট খেলে। সে নিজের খেলার ধরনের বাইরে বেরোয় না। এই ধরনের ক্রিকেটারকে স্বাধীনতা দেওয়া হলে তারা ভয়ংকর হয়ে ওঠে। গত সপ্তাহে সে মনের মতো ব্যাট করার সুযোগ পেয়েছে।’
মন্তব্য করুন