বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
স্মিথ-ব্রুকে জবাব ইংল্যান্ডের

এজবাস্টনে রানের পাহাড় গড়েছে ভারত। প্রথম ইনিংসে শুভমান গিলের ২৬৯ রানে ভর করে ৫৮৭ রান করেছে তারা। জবাবে ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ৪০৭ রান করে। দুই ইংলিশ ব্যাটার সেঞ্চুরি করেছেন। হ্যারি ব্রুক ১৫৮ রান করে আউট হন। স্মিথ ডাবল সেঞ্চুরি মিস করেন। তিনি ১৮৪ রানে অপরাজিত ছিলেন। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৬৪ রান করে। তার ২৪৪ রানে এগিয়ে আছে। তৃতীয় দিনের শুরুতে উইকেট নিয়েছিল ভারত। মোহাম্মদ সিরাজ এক ওভারে পরপর আউট করেন জো রুট ও বেন স্টোকসকে। এরপর প্রতি আক্রমণ শুরু করেন ব্রুক ও স্মিথ। প্রথম ২ ঘণ্টায় ২৭ ওভারে ১৭২ রান তোলে ইংল্যান্ড। আগ্রাসী ব্যাটিং করে ওভারপ্রতি ৬.৩৭ রান তুলেছেন তারা।

মন্তব্য করুন