বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
বড় জয়ে স্পেনের ইউরো শুরু

পর্তুগালকে ৫-০ গোলে উড়িয়ে নারী ইউরো অভিযান শুরু করল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সুইজারল্যান্ডে বুধবার শুরু হওয়া আসরে বৃহস্পতিবার রাতে প্রথম ম্যাচ খেলে স্পেন। প্রথমার্ধে চার গোল করা বিশ্ব চ্যাম্পিয়নরা পরের অর্ধে আরও এক গোল করেছে।

কিক-অফের আগে লিভারপুল ও পর্তুগালের ফরোয়ার্ড ডিয়োগো জোতা এবং তার সহোদর আন্দ্রে সিলভার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় কিছু ভক্ত জোতার ছবি এবং তার নাম লেখা জার্সি উঁচিয়ে ধরেছিলেন। স্টেডিয়ামের বড় পর্দায় একটি ছবিও প্রদর্শিত হয়েছে।

এটা ছিল পর্তুগালের বিপক্ষে স্পেনের টানা তৃতীয় জয়। এপ্রিলে নেশনস লিগে পর্তুগালকে ৪-২ এবং ৭-১ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সুইজারল্যান্ডের বার্নে অনুষ্ঠিত ম্যাচের মাত্র ৮৭ সেকেন্ডে গোলের খাতা খোলে স্পেন। ওলগা কারমোনার পাস এস্থার গঞ্জালেজ কাঁধে নিয়ন্ত্রণ করে ভলিতে জালে জড়ান। ছয় মিনিট পর আর্সেনাল উইঙ্গার মারিওনা ক্যালডেন্টির নিচু ক্রস ভিকি লোপেজ জালে ঠেলেন। ক্যালডেন্টির ক্রস অ্যালেক্সিয়া পুটেলাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে তৃতীয় গোল করেন। একতরফা ম্যাচে প্রথমার্ধের আগেই গঞ্জালেজ ৪-০ করেন। ক্লাউডিয়া পিনার ক্রস পোস্টে ফিরে আসার পর তিনি বল জালে ঠেলেন। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে সালমা পারালুয়েলোর ক্রস থেকে হেডে পঞ্চম গোল করেন ক্রিস্টিনা মার্টিন-প্রিয়েতো।

স্পেন তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ এবং ইউরো জয়ের লক্ষ্য নিয়েছে। ইউরোপে জার্মানি এবং নরওয়ের বিশ্বকাপ ও মহাদেশীয় শিরোপা রয়েছে। নারী ইউরোয় স্পেনের সেরা নৈপুণ্য ছিল ১৯৯৭ সালে, যখন দেশটি সেমিফাইনাল খেলেছিল। এবার দলটি হট ফেভারিট। স্কোয়াডের গভীরতা বোঝাতে একটি উদাহরণ টানা যথেষ্ট। সেটা হচ্ছে, গত দুই মৌসুমের ব্যালন ডি’অর ভোটিংয়ে তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পারালুয়েলোকে বদলি হিসেবে এ ম্যাচ খেলতে হয়েছে। দুবারের ব্যালন ডি’অর বিজয়ী আইতানা বনমতিও বেঞ্চে ছিলেন, কারণ তিনি কয়েকদিন আগে অসুস্থতা কাটিয়ে উঠেছেন। নিজেদের প্রথম ম্যাচের নৈপুণ্যের পর দলটিকে থামানো কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।

মন্তব্য করুন