বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
কোয়ার্টার ফাইনালে আজ বায়ার্ন পিএসজি লড়াই

ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে নামছে পিএসজি। চলতি টুর্নামেন্টে অসাধারণ খেলছে লুইস এনরিকের দল। অবশ্য অনেকদিন ধরেই তারা ফর্মে আছে। গত চ্যাম্পিয়ন্স লিগে সাধারণ মানের দল নিয়ে শিরোপা জিতেছে তারা। অন্যদিকে বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগে খুব বড় কিছু না করলেও ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হয়েছে তারা। আজ তাই দুই দলের লড়াই উপভোগ্য হবে বলেই ধারণা সমর্থকদের।

বায়ার্ন মিউনিখের স্টাইকার হ্যারি কেন আগেই পিএসজিকে হুমকি দিয়ে রেখেছেন। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ইন্টার মায়ামিকে ৪-০ গোলে হারিয়ে পিএসজি কোয়ার্টার ফাইনালে ওঠার পরেই হুমকিটা দিয়েছিলেন তিনি। প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে পিএসজির মতো দাপট দেখাতে পারেনি বায়ার্ন। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ফ্ল্যামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ৫১ শতাংশ বল দখলে রেখে ফ্ল্যামেঙ্গো প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ৩ শট। অন্যদিকে বায়ার্নের পাশে বল থাকে ৪৯ শতাংশ। শেষ পর্যন্ত ফ্ল্যামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল জার্মান ক্লাবটি। এর পরই পিএসজিকে হুমকি দিয়ে কেন বলেন, ‘এটা কঠিন হবে; কিন্তু এটা জানি যে, যখন আমরা ছন্দে থাকি, যে কোনো দলকে হারাতে পারি। আমরা ঘুরে দাঁড়াব ও নিজেদের পুরোটা উজার করে দেব।’ তবে কাজটা কিন্তু সহজ হবে না। কারণ ফরাসি ক্লাব পিএসজি তুখোর ফর্মে আছে। ৩১ মে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল। সেই সাফল্যের পর চার ম্যাচের তিনটিতে জিতেছে পিএসজি। পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ। ১৪ ম্যাচের মধ্যে বায়ার্ন জিতেছে ৮ ম্যাচে। আর পিএসজি জিতেছে ৬ ম্যাচ। সবশেষ গত বছরের নভেম্বরে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছিল বায়ার্ন। হ্যারি কেন বলেন, ‘আরও একটি কঠিন ম্যাচ আসছে। পিএসজির আগের মৌসুমটা ভালো গিয়েছে। তাদের বিপক্ষে মৌসুমের প্রথমদিকে খেলেছি ও জিতেছি।’ আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শুরু হবে পিএসজি-বায়ার্ন কোয়ার্টার ফাইনাল ম্যাচ।

মন্তব্য করুন