শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডাগআউটে থাকা হচ্ছে না বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের। চিকিৎসার জন্য দুদিনের ছুটিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে শ্রীলঙ্কা ত্যাগ করেছেন তিনি। দলের ব্যবস্থাপক নাফিস ইকবাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৭ জুলাই ফের দলের সঙ্গে যোগ দেবেন ক্যারিবিয়ান এ কোচ।
সিরিজের মাঝপথে তার এমন চলে যাওয়াকে স্বাভাবিক হিসেবেই নিয়েছেন দলের ম্যানেজার। আগে থেকেই বোর্ডকে বিষয়টি অবহিত করে রেখেছিলেন সিমন্স। জানা গেছে, গত ফেব্রুয়ারিতেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা ছিল তার। কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যস্ততায় তখন আর সুযোগ হয়নি। এবার তাই অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তনও আর করতে পারেননি জাতীয় দলের প্রধান কোচ। বিষয়টি এভাবে ব্যাখ্যা করেছেন দলের ম্যানেজার নাফিস, ‘এবারের অ্যাপয়েন্টমেন্ট কোনোমতেই পরিবর্তন করা সম্ভব ছিল না। সফরের আগেই তিনি বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছিলেন।’ অবশ্য দলকে ছেড়ে যাওয়ার আগে নিজের পরিকল্পনার কথা জানিয়ে গেছেন সিমন্স। সেভাবেই আজ দ্বিতীয় ওয়ানডেতে লড়াই করতে নামবেন মেহেদী হাসান মিরাজরা।
মন্তব্য করুন