বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
তারাবেলা প্রতিবেদক
দেশে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা

প্রতি সপ্তাহেই হলিউড সিনেমাভক্তদের জন্য নতুন সিনেমা মুক্তি দেয় স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহে আরও দুটি সাড়া জাগানো মুভি নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে রয়েছে জনপ্রিয় জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’। দুটি সিনেমাই আজ শুক্রবার মুক্তি পাবে।

‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ হলিউডের অন্যতম জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। যেটি পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’র একটি স্বতন্ত্র সিক্যুয়েল, যা চতুর্থ জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা এবং জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির সামগ্রিকভাবে সপ্তম কিস্তি।

১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ইউনিভার্সেল পিকচার্সের এ সিনেমা এরই মধ্যে দর্শকদের বিশেষ আগ্রহ তৈরি করেছে। মুভির প্রধান চরিত্রে আছেন স্কারলেট জোহানসন। তার সঙ্গে আরও আছেন মাহেরশালা আলি ও জোনাথন বেইলি। ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু। এ যাবৎ পর্দায় এসেছে এই সিরিজের ছয়টি সিনেমা। সবই দর্শকমহলে আলোড়ন তুলেছে। এবার আসছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’।

চলতি বছর হলিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর হরর সিনেমা মুক্তি পাচ্ছে এবং বক্স অফিসে দারুণ পারফর্মও করছে। এ তালিকায় সর্বশেষ যুক্ত হলো ‘২৮ ডেজ লেটার’ সিরিজের নতুন সিনেমা ‘২৮ ইয়ারস লেটার’। গত ২০ জুন মুক্তি পাওয়া এ সিনেমাটি উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনে রেকর্ডসংখ্যক আয় করেছে। বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী, এটি উদ্বোধনী দিনে আয় করেছে ১৪ মিলিয়ন ডলার। এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন। যত টাকা খরচ করে বানানো হয়েছিল, মুক্তির এক সপ্তাহের মধ্যেই তা আয় করে ফেলেছে ‘২৮ ইয়ার্স লেটার’। সারা বিশ্বে এরই মধ্যে ৫৬৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মারফি।

মন্তব্য করুন