‘গণধর্ষণে’র হুমকিদাতা শিক্ষার্থীর শাস্তি দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে হাইকোর্টে রিট করা এক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যরা এ দাবি জানান। একই সঙ্গে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩ দফা দাবি উপস্থাপন করেছে প্ল্যাটফর্মটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা আক্তার ও মোশাহিদা সুলতানা। তারা উল্লেখ করেন, হাইকোর্টে একজন প্রার্থীর রিটকে কেন্দ্র করে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেন ফেসবুক পোস্টের মাধ্যমে ওই নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আলী হুসেনকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
লিখিত বক্তব্যে তারা বলেন, কোনো বিধি ভঙ্গের জন্য কী ধরনের শাস্তি নির্ধারিত- সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই। এ কারণে বারবার আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। অথচ এ সংক্রান্ত তথ্য জানানো হলেও কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না।